বিজয়ীকে নগদের বিএমডব্লিউ তুলে দেবেন তামিম

অবশেষে পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম মোবাইল পেমেন্ট ক্যাম্পেইনের। আগামী মঙ্গলবার (১৮ জুলাই) আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নগদের মেগা ক্যাম্পেইনের বিজয়ীকে কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি বুঝিয়ে দেবে নগদ লিমিটেড।
নগদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ক্রিকেটার তামিম ইকবাল বিজয়ীর হাতে বিএমডব্লিউ গাড়ির চাবি হস্তান্তর করবেন। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। উল্লেখ্য, গত মার্চে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চালু ছিল নগদের বিএমডব্লিউ ক্যাম্পেইনটি। গ্রাহকদের ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ত সাড়ায় এ সময়ে দেশের সেরা পেমেন্ট ক্যাম্পেইন হিসেবে স্বীকৃতি পেয়েছে মেগা ক্যাম্পেইনটি। ক্যাম্পেইনটির শেষ পর্যায়ে এসে ক্যাম্পেইনে অংশগ্রহণকারী কোটি কোটি গ্রাহকের মধ্য থেকে কয়েক ধাপে বিভিন্ন প্রক্রিয়ায় বিএমডব্লিউ বিজয়ের সম্ভাব্য তালিকায় ৭১ জনকে নির্বাচন করা হয়। পরে এ ৭১ জনের মধ্যে পছন্দের গ্রাহককে ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। এ ৭১ জনের মধ্য থেকে সারা দেশের মানুষের ভোটে যিনি বিজয়ী হবেন, তার হাতেই তুলে দেয়া হবে কোটি টাকার এ বিএমডব্লিউ গাড়িটি।