প্রগতি সরণির ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে ‘স্বপ্ন’

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হলো রাজধানীর প্রগতি সরণির ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে। সম্প্রতি নতুন এ আউটলেটের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম গনি তাপস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রপিক্যাল মোল্লা টাওয়ার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম মাহাবুব উল্লাহ। আরো উপস্থিত ছিলেন ট্রপিক্যাল মোল্লা টাওয়ার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওয়াহাব মোল্লা, সহসভাপতি আব্দুল গাফফার মোল্লা। স্বপ্নের পক্ষ থেকে হেড অব বিজনেস এক্সপ্যানশন মো. শামছুজ্জামান, রিজিওনাল অপারেশন হেড মো. আশরাফুল ইসলাম, হেড অব ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট অফিসার মো. সেলিমসহ অনেকে উপস্থিত ছিলেন।