স্কয়ার টয়লেট্রিজের সিওও হলেন মালিক মোহাম্মদ সাঈদ

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে পদোন্নতি পেয়েছেন মালিক মোহাম্মদ সাঈদ। নতুন এই পদে উন্নীত হওয়ার আগে তিনি একই কোম্পানিতে হেড অব অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এফএমসিজি সেক্টরে ২০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন মালিক মোহাম্মদ সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতকোত্তর পাস করেন। ২০০২ সালে তিনি স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডে ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে যোগদান করেন। নতুন এই পদোন্নতির আগে, তিনি হেড অফ অপারেশন্স, হেড অফ মার্কেটিং এবং কোম্পানির আরো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায় দক্ষতা প্রদর্শন করেছেন।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী বলেন, মালিক মোহাম্মদ সাঈদকে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি নিশ্চিত, তিনি স্কয়ার টয়লেট্রিজকে আরো উচ্চতায় নিয়ে যাবেন।