ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন বাজারে আনল এমজিআই

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এমজিআই) বাজারে আনল ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হলো এ পণ্য।
অনুষ্ঠানে ছিলেন মেঘনা গ্রুপের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা। এছাড়া ছিলেন মেঘনা গ্রুপের সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, জিএম (সেলস) মো. ইয়াছিন মোল্লা প্রমুখ।
পিরিয়ডকালীন কমফোর্টে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন দিচ্ছে বাংলাদেশে এ প্রথম এডিএল ও এয়ারলেইড পেপারের ডাবল সুরক্ষা, যা নিক্কিত করে সর্বোচ্চ শোষণক্ষমতা ও ড্রাইনেস।