আশুলিয়ায় মার্সেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

সাভারের আশুলিয়ায় চালু হলো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ শোরুম তামিম ইলেকট্রনিকস।
সম্প্রতি আশুলিয়ার কাঠগড়া বাজারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মার্সেলের নতুন শোরুমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর, মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং বাংলাদেশের জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক (উত্তর) ইনচার্জ মো. সাখাওয়াৎ হোসেন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ, তমিজ উদ্দীন সরকার পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তমিজ উদ্দীন সরকার, মার্সেলের ডিভিশনাল সেলস ম্যানেজার শফিউল্লাহ লিটন এবং তামিম ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী আবু রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শোরুম উদ্বোধনের পর মার্সেলের পৃষ্ঠপোষকতায় তমিজ উদ্দীন সরকার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ‘আমরা ভেজালমুক্ত খাদ্য চাই’ শীর্ষক সংগঠনের আয়োজনে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়।