নারী দিবস উদযাপন লংকাবাংলা ফাইন্যান্স

আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন করেছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠানটির করপোরেট হেড অফিসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার।
এ সময় তিনি লংকাবাংলা ফাইন্যান্সের নারী কর্মীদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন এবং ডিজিটাল দক্ষতার বিকাশ, ট্রান্সফর্মেটিভ প্রযুক্তি ও ডিজিটাল শিক্ষার অগ্রগতি, কর্মক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ও শিখা প্লাটফর্মের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের হিউম্যান রিসোর্সেস ডিভিশন প্রধান মোহাম্মদ হাফিজ আল আহাদ নারী সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদেরকে আত্মপ্রত্যয়ী হওয়ার মাধ্যমে নিজ পরিবার, দেশ ও সমাজের উন্নয়নের পথে সদা অগ্রসরমাণ থাকার আহ্বান জানান।