আবাহনী লিমিটেডকে ১ কোটি টাকা দিল ক্রাউন সিমেন্ট

শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স নির্মাণে আবাহনী লিমিটেডকে ১ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছে ক্রাউন সিমেন্ট পিএলসি।
সম্প্রতি আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমানের হাতে ১ কোটি টাকার চেক তুলে দেন ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মোল্লা এবং প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ। ক্রাউন সিমেন্ট প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ অর্থ অনুদান দিয়েছে।