গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের নিবন্ধন দিবস পালিত

গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের নিবন্ধন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় জিপি হাউস ময়দানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপ আইআর হেড, টেলিনর, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং সিএইচআরও সৈয়দ তানভীর হোসেনসহ গ্রামীণফোনের সব ম্যানেজমেন্ট সদস্যরা।
সাধারণ সদস্য জিপিইইউ লিডার ও জিপি ম্যানেজমেন্ট সদস্যদের অংশগ্রহণে জিপিইইউ নিবন্ধন দিবসের কর্মসূচি সফলভাবে পালিত হয়। একই সঙ্গে সব সার্কেল অফিসে কেক কেটে টোকেন অফ লাভ হিসেবে উপহার বিতরণ করা হয়। জিপি ম্যানেজমেন্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিইও ইয়াসির আজমান, সিএইচআরও সৈয়দ তানভীর হোসেন এবং আইআর প্রধান কে.এম. সাব্বির আহমেদ । জিপিইইউ থেকে ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মাতুজ আল কাদরী বক্তব্য রাখেন।
নারী দিবসে পবিত্র শবেবরাতের ছুটির দিন হওয়ায় জিপিইইউ মঙ্গলবারই আন্তর্জাতিক নারী দিবস পালনের সিদ্ধান্ত নেয়। সেজন্য সমস্ত সার্কেল অফিসে নারী এমপ্লয়িদের ফুল উপহার দেয়া হয়।