South east bank ad

আকিজ বশির গ্রুপের যাত্রা শুরু

 প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আকিজ বশির গ্রুপের যাত্রা শুরু

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আকিজ বশির গ্রুপ। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন এবং চেয়ারম্যান মনোয়ারা বেগমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা

বশির উদ্দিন বলেন, ‘আমার বাবা, সেখ আকিজ উদ্দিন ছিলেন দৃঢ়, অদম্য এবং দারুণ অধ্যবসায়ী একজন মানুষ। তার কাজের মধ্য দিয়ে উন্নয়নশীল বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে তিনি তৈরি করে গেছেন সাফল্যের চেতনা। নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে রেখে গেছেন অসাধারণ মতাদর্শ। বাবার দেখানো পথ এবং আদর্শ নিয়েই শুরু হলো আমাদের এ নতুন যাত্রা। আমার বিশ্বাস, আগামীকে ছাড়িয়ে যাওয়ার প্রয়াসে নিরলস কাজ করে যাবে আকিজ-বশির গ্রুপ। আকিজ বশির গ্রুপের অধীনে রয়েছে আন্তর্জাতিক মানের সিরামিকস, স্যানিটারি ও বাথওয়্যার, টেবিলওয়্যার, পার্টিক্যাল বোর্ড, বিওপিপি, সিওপিপি ও পিইটিটি ফিল্ম, জুট ইন্ডাস্ট্রি, স্টিল, চা এবং মালয়শিয়ায় এমডিএফ ও এইচডিএফ ফ্লোরিং ইন্ডাস্ট্রি। 

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: