স্কয়ার ফ্যামিলি স্পোর্টস ডে ২০২৩ অনুষ্ঠিত

প্রতি বছরের মতো এবারো পাবনায় গতকাল অনুষ্ঠিত হলো স্কয়ার ফ্যামিলি স্পোর্টস ডে ২০২৩। শোভাযাত্রা আর দিনব্যাপী খেলাধুলাসহ আনন্দমুখর পরিবেশে এ আয়োজন পরিণত হয় হাজারো মানুষের প্রাণের উৎসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও স্কয়ারের পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এসএম মোস্তফা কামাল, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ।