মিনিস্টার ওয়াটার পার্ক অ্যান্ড রিসোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিকস লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। পরিদর্শন শেষে তিনি মিনিস্টার মাইওয়ান গ্রুপের নতুন প্রজেক্ট মিনিস্টার ওয়াটার পার্ক অ্যান্ড রিসোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সহসভাপতি এমএ রাজ্জাক খান রাজ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজার রহমান, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. আমিনুল হক শামীম।