ভ্যালেন্টাইন ডের কেনাকাটায় নগদের ক্যাশব্যাক অফার

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অফার নিয়ে এসেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। বিভিন্ন মার্চেন্ট থেকে কেনাকাটা করলে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়া প্রতিদিন সর্বোচ্চ টাকার কেনাকাটায় গ্রাহক পাবেন ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের কাপল টিকিট।
গতকাল শুরু হওয়া এ ক্যাশব্যাক ক্যাম্পেইন চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করলে নগদ ব্যবহারকারীরা পাবেন সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। নগদ অ্যাপ অথবা *১৬৭# ডায়াল করে এ কেনাকাটা করা যাবে। পাশাপাশি অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমেও উপভোগ করা যাবে এ ছাড়।
এছাড়া ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ কেনাকাটায় গ্রাহকদের জন্য রয়েছে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের কাপল টিকিট। নির্দিষ্ট কিছু মার্চেন্টের ক্ষেত্রে ক্যাশব্যাক অফারটি ১৯ ফেব্রুয়ারি শেষ হবে। এর মধ্যে রয়েছে বাটা, এপেক্স (অনলাইন), লোটো (অনলাইন), এসএসবি লেদার, শেফস টেবিল, রেমন্ড, কে-ক্র্যাফট, মোনার্ক মার্ট।
নগদের চিফ কমার্শিয়াল অফিসার মো. সিহাবউদ্দিন চৌধুরী বলেন, ‘নগদ তারুণ্যের উৎসবকে আরো রঙিন করতে চায়। আমরা এ উৎসবে মানুষের আনন্দটা ডিজিটাল লেনদেনের মাধ্যমে রাঙিয়ে দিতে চাই।’