বাটারফ্লাই ও ওয়ালটনের কিস্তি দেয়া যাবে বিকাশে

ওয়ালটন ও বাটারফ্লাইয়ের গ্রাহকরা কোনো ঝামেলা ছাড়াই বিকাশ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই মাসিক কিস্তি পরিশোধ করতে পারবেন। দেশব্যাপী সব ওয়ালটন প্লাজা ও বাটারফ্লাই শোরুমে কিস্তিতে পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকরা এ সুযোগ পাবেন। এ সেবার মাধ্যমে গ্রাহকরা প্রতি মাসে দেশের যেকোনো প্রান্ত থেকে বিকাশ অ্যাপ দিয়েই কিস্তির টাকা পরিশোধ করতে পারবেন। এতে একদিকে যেমন সময় সাশ্রয় হবে, অন্যদিকে কিস্তি সংগ্রহের ব্যবস্থাপনা আরো সহজ ও গতিশীল হবে।
কিস্তির টাকা পরিশোধ করতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে ‘পে বিল’ আইকন থেকে ‘অন্যান্য’ অপশন নির্বাচন করতে হবে। তারপর ড্রপডাউন লিস্ট থেকে ‘ওয়ালটন প্লাজা’ বা ‘বাটারফ্লাই’ বাছাই করতে হবে। এরপর কাস্টমার আইডি অথবা ইনভয়েস নাম্বার এবং কন্টাক্ট নাম্বার টাইপ করে পরবর্তী ধাপে যেতে হবে। এবার কিস্তির টাকার পরিমাণ উল্লেখ করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করতে হবে। গ্রাহক পরবর্তী ধাপে যাবতীয় তথ্য চেক করে নেবেন। এরপর বিকাশ পিন দিয়ে লেনদেন সম্পন্ন হলেই কনফারমেশন মেসেজ ও ডিজিটাল রিসিট পেয়ে যাবেন গ্রাহক। প্রয়োজনে পরিবেশবান্ধব রিসিটটি ডাউনলোড করেও রাখতে পারবেন গ্রাহক। উল্লেখ্য, বিকাশ অ্যাপের মাধ্যমে কিস্তির টাকা পরিশোধের ক্ষেত্রে ১ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।