মানি লন্ডারিং রোধে নগদের কর্মশালা

মোবাইলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। সম্প্রতি কুমিল্লা ও চট্টগ্রামে উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধিতে দুটি কর্মশালার আয়োজন করে প্রতিষ্ঠানটি।
চট্টগ্রামে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন নগদের মার্কেট ডিরেক্টর (ইস্ট অপারেশন) মো. শহিদ উল্লাহ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদের চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার এম নূরুল আলম। কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নগদের কমপ্লায়েন্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আহাম্মদ আলী। পাশাপাশি নগদের আঞ্চলিক ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান দুটি সঞ্চালনা করেন কুমিল্লা ও চট্টগ্রামের রিজিওনাল সেলস ম্যানেজার মেহেদি আহমেদ সিদ্দিকি ও মো. শামিমুল হাসান চৌধুরী। এ সময় তারা নগদের উদ্যোক্তা হিসেবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের প্রয়োজনীয়তা, সম্ভাব্য ঝুঁকির ক্ষেত্র, হুন্ডি, বেটিংসহ নানা অপরাধ বিষয়ে উদ্যোক্তাদের সচেতন করেন। পাশাপাশি সন্দেহজনক লেনদেনে রিপোর্টিং, প্রতারণা সংক্রান্ত কেস স্টাডি সম্পর্কে বিস্তারিত আলোচনাও করা হয়।