শিরোনাম

South east bank ad

নগদে চালু হয়েছে লেনদেন

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

নগদে চালু হয়েছে লেনদেন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) নগদের সার্ভারে কারিগরি ত্রুটির সমাধান হয়েছে। এর ফলে নগদে লেনদেন চালু হয়েছে। আজ রোববার সকাল থেকে নগদের গ্রাহকেরা ইউএসএসডি ও অ্যাপসের মাধ্যমে লেনদেন করতে পারছেন। এর আগে, গতকাল শনাবার পুরো দিন বন্ধ ছিল সেবাটির লেনদেন।

জানতে চাইলে নগদের যোগাযোগ বিভাগের প্রধান জাহিদুল ইসলাম বলেন, গতকাল রাত থেকে নগদের সার্ভার রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এজন্য কিছুটা সমস্যা হয়। মধ্যরাত থেকেও সেবা পুরোপুরি চালু হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই।

বর্তমানে গ্রাহকের আর্থিক লেনদেনের পাশাপাশি সরকারি বিভিন্ন ভাতাও বিতরণ করা হয় নগদের মাধ্যমে। প্রতিদিন এ সেবার মাধ্যমে লেনদেন হচ্ছে গড়ে প্রায় ৭০০ কোটি টাকা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: