শিরোনাম

South east bank ad

‘সেরা এয়ারলাইন্স’ পুরস্কার পেল ইউএস-বাংলা

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

‘সেরা এয়ারলাইন্স’ পুরস্কার পেল ইউএস-বাংলা

মালদ্বীপে বাংলাদেশের সেরা এয়ারলাইন্স হিসেবে পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) মালদ্বীপের রাজধানী মালেতে এই পুরস্কার দেয় সিঙ্গাপুরভিত্তিক নিউজ পোর্টাল ভয়েজ এশিয়ান ডট নিউজ।

ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা শুরু করে দীর্ঘদিনের কষ্ট নিরসন, অন-টাইম ডিপারচারসহ বাংলাদেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখায় ইউএস-বাংলাকে ‘সেরা এয়ারলাইন্স’-এর পুরস্কার দেওয়া হয়।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সিআইপি সোহেল রানা। অন্যদের মধ্যে ভয়েজ এশিয়ানের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জুয়েলসহ মালদ্বীপের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

২০২১ সালের ১৯ নভেম্বর ঢাকা-মালে ফ্লাইট শুরু হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: