সেভয় আইসক্রিমের নতুন পণ্য ‘একদম আম’ সবেহ

ভোক্তাদের জন্য সারা বছর আম খাওয়ার সুযোগ করে দিতে সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেড বাজারে নিয়ে এসেছে নতুন পণ্য ‘একদম আম’ সবেহ।
বাংলাদেশের বাজারে সেভয় আইসক্রিমই প্রথমবারের মতো সবেহ ক্যাটাগরির এ পণ্যটি নিয়ে এসেছে। ‘সবেহ’ মূলত ফ্রোজেন ডেজার্টের এক ধরনের প্রকরণ। সম্প্রতি ঢাকার একটি হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সেভয়ের নতুন এ পণ্যের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেয়া হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকজয়ী গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ, কোহিনূর কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম এবং ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী, সেভয় আইসক্রিমের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিলার, পরিবেশক, বিভিন্ন গণমাধ্যম থেকে আগত প্রতিনিধিরা। সেভয়ের ‘একদম আম’ পুরোপুরি আম দিয়ে তৈরি একটি সুস্বাদু খাদ্যপণ্য।