বিএসইসির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার পেল লংকাবাংলা

২০২১ সালের কার্যক্রম পর্যালোচনা করে দেশের পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তিনটি ক্যাটাগরিতে ১১টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার’ নামের এ পুরস্কার প্রদান করা হয়েছে। এতে স্টক ব্রোকার ও ডিলার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড ও লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। লংকাবাংলা সিকিউরিটিজের পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির সিইও খন্দকার সাফাত রেজা। লংকাবাংলা ইনভেস্টমেন্টের পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির সিইও ইফতেখার আলম।