শিরোনাম

South east bank ad

র‍্যাংগস ইলেকট্রনিকসের আরইএল বিজনেস কনফারেন্স

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

র‍্যাংগস ইলেকট্রনিকসের আরইএল বিজনেস কনফারেন্স

সনি-র‍্যাংগস নামে পরিচিত সনি ইলেকট্রনিকস লিমিটেডের ‘আরইএল বিজনেস কনফারেন্স ২০২২ এবং অফিশিয়াল সনি প্রডাক্ট লাইনআপ’ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ফার্মগেটের কৃষি খামার সড়কে কেআইবিসি অডিটোরিয়ামে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সনি সাউথ ইস্ট এশিয়ার ভাইস চেয়ারম্যান সাচিমি হোসেন, এমডি একরাম হোসেন ও প্রেসিডেন্ট আতসুশি এন্দো যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মার্কেটিং, সেলস, ভ্যাট, অ্যাকাউন্টস, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাসহ বাংলাদেশের সব শোরুম, ডিলার ও ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন।

সনির প্রেসিডেন্ট আতসুশি এন্দো গত ৪০ বছর সনিকে বিশিষ্ট ব্র্যান্ড হিসেবে ধরে রাখা এবং সর্বোচ্চ পর্যায়ের বিক্রয়োত্তর সেবা বজায় রাখার জন্য র‍্যাংগস ইলেকট্রনিকসকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সনি র‍্যাংগসের সঙ্গে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। র‍্যাংগস সেলস চ্যানেলে অফিশিয়াল পণ্যগুলোর এ সরবরাহ অব্যাহত থাকবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ অনুষ্ঠানের মাধ্যমে র‍্যাংগস তাদের দেশব্যাপী ডিলারদের কাছে সনি ব্রাভিয়া কে সিরিজের এলইডি টিভি, সনি হোম অডিও ভিডিও এবং আলফা ক্যামেরা মডেল উপস্থাপন করে। সম্প্রতি উন্মোচন করা কে সিরিজের মডেলগুলো ৩২-৮৫ ইঞ্চি সেগমেন্টে পাওয়া যাবে। সব নতুন সনি ব্রাভিয়া কে সিরিজের গুগল টিভি মডেলগুলো অনলাইন স্টোর ও সনি-র‍্যাংগস শোরুমে পাওয়া যাচ্ছে। র‍্যাংগস ইলেকট্রনিকস হলো বাংলাদেশে সব ধরনের সনি পণ্যের বিপণন এবং গত ৪০ বছর ধরে অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে সাফল্য ও বিশ্বাসের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: