অগ্রণী ব্যাংকের কুমিল্লা সার্কেলে ব্যবসায়িক মতবিনিময় সভা

উজ্জীবিত অগ্রযাত্রা-২০২২ শিরোনামে অগ্রণী ব্যাংক লিমিটেডের ১০১ দিনের
বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে কুমিল্লা সার্কেলের উদ্যোগে মিট দ্য বরোয়ার
ও ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর ২০২২ কুমিল্লার
কোটবাড়ি রোডে ব্যুরো বাংলাদেশের মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায়
প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল
কবীর। কুমিল্লা সার্কেলের মহাব্যবস্থাপক মো. আবুল বাশারের সভাপতিত্বে এসময়
উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজী, মো. মনিরুল ইসলামসহ
ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকের গ্রাহক ও ঋণ গ্রহীতাগণ
উপস্থিত ছিলেন। অগ্রণী ব্যাংকরে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল
কবীর ব্যাংকের আমানত বৃদ্ধির পাশাপাশি পরিচালন মুনাফা অর্জনের লক্ষ্যে বিশেষ দিক
নির্দেশনা প্রদান করেন।