উবার পরিবহন সেক্টরে বিপ্লব ঘটিয়েছে : সালমান এফ রহমান

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
উবার পরিবহন সেক্টরে বিপ্লব ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
রোববার (৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে অর্থনৈতিক প্রভাব নিয়ে উবারের প্রতিবেদন প্রকাশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব এ এম জিয়াউল আলম।