শিরোনাম

South east bank ad

ইন্স্যুরেন্স একাডেমির বোর্ড সদস্য হলেন নাসির উদ্দিন আহমেদ

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ইন্স্যুরেন্স একাডেমির বোর্ড সদস্য হলেন নাসির উদ্দিন আহমেদ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির বোর্ড অব গভর্নরসের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন নাসির উদ্দিন আহমেদ (পাভেল)। তিনি কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রথম ভাইস প্রেসিডেন্ট।

মঙ্গলবার (২৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির বোর্ড অব গভর্নরস এ ‘বীমা এসোসিয়েশন মনোনিত’ ক্যাটাগরিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ পাভেলকে একাডেমির বোর্ড অব গভর্নরস এর সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হল।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: