শিরোনাম

South east bank ad

ব্যবসায়ীদের সেবা দিতে প্যান্ডাগো এবং বিকাশের চুক্তি

 প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ব্যবসায়ীদের সেবা দিতে প্যান্ডাগো এবং বিকাশের চুক্তি

[ঢাকা, ১৩ জুলাই, ২০২২]

ব্যবসা প্রতিষ্ঠানের লজিস্টিকস সেবা সহজ করার লক্ষ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে প্যান্ডাগো এবং বিকাশ। এ চুক্তির আওতায় এখন থেকে বিকাশের মার্চেন্টরা ফুডপ্যান্ডার বি-টু-বি লজিস্টিকস সেবা ‘প্যান্ডাগো’র মাধ্যমে তাৎক্ষণিক ডেলিভারি সুবিধা নিতে পারবেন।

এ অংশীদারিত্বের ফলে উভয় প্ল্যাটফর্মের মার্চেন্ট-ভেন্ডররা খুবই সহজে লজিস্টিকসের জন্য প্যান্ডাগো এবং ডিজিটাল পেমেন্টের জন্য দেশের বৃহত্তম মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশের সেবা গ্রহণ করতে পারবেন। ফলে দুটি প্রতিষ্ঠানই নিজেদের ইকোসিস্টেম ব্যবহারের মাধ্যমে মার্চেন্ট এবং গ্রাহকদের সমন্বিতভাবে সেবা দিতে পারবে। সম্প্রতি ফুডপ্যান্ডা বাংলাদেশের সেলস ডিরেক্টর শাহরুখ হাসনাইন এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিপত্র বিনিময় করেন। এ
সময় ফুডপ্যান্ডা বাংলাদেশের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ তারিকুল ইসলাম, বিকাশের হেড অব মার্চেন্ট বিজনেস মোহাম্মদ ইরফানুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনকর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ফুডপ্যান্ডা বাংলাদেশের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “প্যান্ডাগো এবং বিকাশের পারস্পরিক এ সহযোগিতার লক্ষ্য এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে করে প্রত্যেক ই-কমার্স মার্চেন্টরা এর সুবিধাভোগী হন। নিজেদের ব্যবসার উন্নতির জন্য এখন মার্চেন্টরা উভয় প্রতিষ্ঠানের সেবাই নিতে পারবেন। যার ফলে প্যান্ডাগো থেকে তারা তাৎক্ষণিক পণ্য ডেলিভারি সেবা এবং বিকাশ এর মাধ্যমে ডিজিটাল লেনদেন সেবা উপভোগ
করতে পারবেন।”


বিকাশের হেড অব মার্চেন্ট মোহাম্মদ ইরফানুল হক বলেন, “এ উদ্যোগ মার্চেন্টদের জন্য আরো স্বাচ্ছন্দ্য বয়ে আনবে। যৌথ এই অংশীদারিত্বের ফলে মার্চেন্টরা উপকৃত হওয়ার পাশাপাশি উভয় প্রতিষ্ঠানই বৃহৎ পরিসরে গ্রাহকদের কাছে তাদের সেবা পৌঁছে দিতে পারবে।” বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দ্রুত ডেলিভারি সেবা নিশ্চিতের লক্ষ্যে সম্প্রতি অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা চালু করেছে অন-ডিমান্ড লজিস্টিকস সার্ভিস প্যান্ডাগো। এখন পর্যন্ত ৫ হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান প্যান্ডাগোতে সাইন আপ করেছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: