শিরোনাম

South east bank ad

সোনালী লাইফের পরিচালকের শেয়ার স্থানান্তরের ঘোষণা

 প্রকাশ: ২০ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সোনালী লাইফের পরিচালকের শেয়ার স্থানান্তরের ঘোষণা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড অন্যতম পৃষ্ঠপোষক দুই পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস তার শেয়ার থেকে কিছু সংখ্যক শেয়ার স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রমতে, মোস্তফা গোলাম কুদ্দুস এর কাছে কোম্পানির ২৬ লাখ ৮০ হাজার শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ১৪ লাখ ৮০ হাজার শেয়ার তার মেয়ে মিসেস ফুজিয়া কামরুন তানিয়া ও ২ লাখ ৩০ হাজার শেয়ার তার স্ত্রী মিসেস ফজলুতুন নেসা দুজনের কাছে মোট ১৭ লাখ ১০ হাজার শেয়ার হস্তান্তর করার ইচ্ছা প্রকাশ করেছেন।

জানা যায়, সিএসই দ্বারা অনুমোদন সাপেক্ষে আগামী ৩০ কার্যদিবসের এর মধ্যে ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে উপহারের মাধ্যমে উক্ত শেয়ার স্থানান্তর সম্পন্ন করবেন এই উদ্যোক্তা পরিচালক।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: