শিরোনাম

South east bank ad

বন্ড মার্কেটের প্রসার ও শক্তিশালী করতে উদ্যোগ নিবে এফবিসিসিআই

 প্রকাশ: ২০ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বন্ড মার্কেটের প্রসার ও শক্তিশালী করতে উদ্যোগ নিবে এফবিসিসিআই

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশের বন্ড মার্কেটকে শক্তিশালী করতে উদ্যোগ নেবে এফবিসিসিআই। রোববার (১৯ জুন) এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত পুঁজিবাজার ও বন্ড বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে এ কথা বলেন কমিটির ডিরেক্টর-ইন-চার্জ মো. আমজাদ হুসেইন।

তিনি বলেন, দেশে শিল্প স্থাপনে দীর্ঘমেয়াদে অর্থায়নের ভালো কোনো সুযোগ নেই। তাই বন্ড মার্কেটের প্রসার হলে বিনিয়োগ উৎসাহিত হবে। কর্মসংস্থান বাড়বে। অভ্যন্তরীণ শিল্প বিকশিত হলে এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে

বন্ড মার্কেট উন্নয়নের তাগিদ দিয়ে আমজাদ হুসেইন বলেন, বন্ড বাজারের উন্নতি হলে পুঁজিবাজার এবং ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমে যাবে। দীর্ঘমেয়াদে তহবিল সংগ্রহে বৈচিত্র্য বাড়বে।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, বাংলাদেশের উন্নয়নকে পরের ধাপে নিয়ে যেতে পরিকল্পিত কর্ম-কৌশলের বিকল্প নেই। পুঁজিবাজারকে আরও বিকশিত করতে এ সম্পর্কিত তথ্য ও জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য স্ট্যান্ডিং কমিটির প্রতি আহ্বান জানান তিনি।

স্ট্যান্ডিং কমিটির উদ্যোগে জেলা চেম্বারের মাধ্যমে তৃণমূলের উদ্যোক্তা ও সম্ভাব্য বিনিয়োগকারীদের পুঁজিবাজার সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানান কমিটির চেয়ারম্যান শাকিল রিজভী।

বৈঠকে করপোরেট বন্ড চালু করা, লেনদেনের খরচ কমানো, সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানো, মিউচ্যুয়াল ফান্ডের সংখ্যা বাড়ানোর ব্যাপারে জোর দেন কমিটির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইর পরিচালক এম জি আর নাসির মজুমদার, হাফেজ হারুন, প্রীতি চক্রবর্তী, মো. নিজাম উদ্দিন, কমিটির কো-চেয়ারম্যান শরীফ আনোয়ার হোসেন, রিচার্ড ডি রোজারিও, মো. সাজেদুল ইসলাম, মো. সাইফুদ্দিন, মজিবুল ইসলাম, ফারজানা চৌধুরী প্রমুখ।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: