শিরোনাম

South east bank ad

ফুডপ্যান্ডার সহযোগিতায় ই-ক্যাবের ইফতার ও দোয়া মাহফিল

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ফুডপ্যান্ডার সহযোগিতায় ই-ক্যাবের ইফতার ও দোয়া মাহফিল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সম্প্রতি রাজধানীর মহাখালীতে অবস্থিত এসকেএস টাওয়ারে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানটির প্লাটিনাম স্পন্সর ছিল অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।

ইফতার মাহফিলে ই-কমার্স খাত, দেশের সার্বিক অর্থনীতি, শান্তি-শৃঙ্খলা ও বিশ্বমানবতার মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, অতিরিক্ত সচিব জনাব হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান, উপসচিব জনাব সাইদ আলী, আইসিটি বিভাগের সিনিয়র সচিব জনাব এএনএম জিয়াউল আলম, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক জনাব বিকর্ণ কুমার ঘোষ, স্টার্ট আপ বাংলাদেশ এর এমডি জনাব সামি আহমেদ, ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা, ফুডপ্যান্ডা বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের সিদ্দিকী সহ সরকারি ও বেসরকারি পর্যায়ের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলের আগে ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সারের নেতৃত্বে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ সদস্যরা বিগত দুই বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় তিনি করোনা মহামারিতে মানুষের পাশে থেকে নিত্যপণ্য সরবরাহ সেবা সচল রাখার জন্য ই-ক্যাব’র সদস্যদের ধন্যবাদ জানান।

ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও ডাক বিভাগসহ সরকারের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান যেভাবে পর্যায়ক্রমে ই-কমার্স সেক্টরকে সহযোগিতা করে যাচ্ছে এতে করে ভবিষ্যতে এই খাতের প্রতিবন্ধকতাগুলো পেরিয়ে ই-ক্যাব আরো বড়ো অর্জন করতে পারবে।

ই-ক্যাবের বর্তমান সদস্য সংখ্যা ১৭শ এর বেশি। সদস্য ও অতিথিসহ ৮শ এর বেশি মানুষ এ ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: