প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে দুবাইয়ে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতে সফরে সঙ্গী হচ্ছেন আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও মিনিস্টার গ্রুপের সম্মানীত চেয়ারম্যান এবং এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ।
দুবাই এক্সপোসহ বিভিন্ন আয়োজনে যোগ দিতে পাঁচ দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (৭ মার্চ) সোমবার বিকেল ৪ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশ্যে রওনা হন।
পাঁচ দিনের সফর শেষে ১২ মার্চ প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।