শিরোনাম

South east bank ad

এসএফআইএল ও নগদের মধ্যে চুক্তি

 প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড (এসএফআইএল) ও ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মধ্যে চুক্তি সই হয়েছে।

রাজধানীর প্রগতি সরণিতে এসএফআইএলের প্রধান কার্যালয়ে গত বুধবার এ চুক্তি সই হয়।

এসএফআইএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইরতেজা আহমেদ খান ও নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এই চুক্তির মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানের গ্রাহকরা আমানত ও ঋণের ক্ষেত্রে পরস্পরের বিভিন্ন সেবা ও সুবিধা পাবেন।

এসএফআইএলের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইরতেজা আহমেদ খান বলেন, ‘আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এসএফআইএল ২০২০ সালে কার্যক্রম শুরু করে। গ্রাহক পর্যায়ে যথেষ্ট সাফল্য অর্জন করেছি। আমাদের উদ্দেশ্যে হচ্ছে গ্রাহক পর্যায়ে স্বচ্ছতার সঙ্গে সেবা পৌঁছে দেয়া। আমরা নতুন নতুন ডিজিটাল সার্ভিস গ্রাহক পর্যায়ে নিয়ে আসতে চাই। সেটারই সূত্র ধরে নগদের সঙ্গে চুক্তি করেছি।

‘এর মাধ্যমে আমাদের গ্রাহক ও নগদের ছয় কোটির বেশি গ্রাহক চুক্তির আওতায় ছোট ছোট সেভিংস করতে পারবেন। নগদের সঙ্গে কাজ করার আমাদের আরও পরিকল্পনা আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা যৌথভাবে ছোট আকারে লোন পাইলটিং করে গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দিতে চাই। এর উদ্দেশ্য হচ্ছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে সেখানে প্রত্যক্ষভাবে ডিজিটাল সেবার মাধ্যমে লোন ও ডিপোজিট স্কিমগুলো পৌঁছে দেয়া। চুক্তির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের ছোট লোন ও সেভিংস বিষয়ে জানানোর পাশাপাশি সেবাগুলো পৌঁছে দেয়া হবে।’

চুক্তির বিষয়ে নগদের সিইও রাহেল আহমেদ বলেন, ‘নগদ ২০১৯ সালের ২৬ মার্চ কাজ শুরু করে। বর্তমানে ছয় কোটি গ্রাহক আমাদের ডিজিটাল সেবা পাচ্ছেন। আমরা আমাদের পুরো ইকো সিস্টেম বেল্ট করার চেষ্টা করছি। এটা করার জন্য আমরা অন্যের সঙ্গে সহযোগিতা বা কোলাবোরেশনের মাধ্যমে কাজ করছি।’

তিনি বলেন, ‘স্ট্র্যাটেজিক ফাইন্যান্সের সঙ্গে চুক্তির ফলে নগদের গ্রাহকরা প্রতিষ্ঠানটি থেকে বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা পাবেন। একইভাবে স্ট্র্যাটেজিক ফাইন্যান্সের গ্রাহকরা ঋণ নেয়া, আমানত রাখার ক্ষেত্রে নগদের সুবিধাগুলোর মাধ্যমে কাজ করতে পারবেন। দুই পক্ষের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল ইকো সিস্টেমে অগ্রণী ভূমিকা পালন করতে পারব।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএফআইএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ রিস্ক অফিসার তামিম মারজান হুদা, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ রিটেইল মো. সাজেদুল হক, ব্যাংকের প্রিন্সিপাল শাখার এসএভিপি ও ব্রাঞ্চ ইনচার্জ ইমরান পারভেজ এবং ইনফরমেশন টেকনোলজির অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় নগদের চিফ সেলস অফিসার মো. শিহাব উদ্দিন চৌধুরী, হেড অফ বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু, হেড অফ ইন্সুরেন্স অ্যান্ড এনবিএফআই সেগমেন্ট মো. বায়েজিদ এবং ইন্সুরেন্স অ্যান্ড ও এনবিএফআই সেগমেন্টের কী অ্যাকাউন্ট ম্যানেজার তাপস আহমেদ উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: