শিরোনাম

South east bank ad

মুনাফা কমেছে এসএস স্টিলের

 প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেডের। ২০২১ সালের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে ২০২০ সালের একই সময়ের তুলনায় মুনাফা কমেছে ৮ পয়সা। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল (২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর অনুমোদন করে প্রকাশ করা হয়।

দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর ২০২১ সালে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) সমন্বিতভাবে হয়েছে ৬৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় সমন্বিতভাবে ছিল ৭৬ পয়সা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমেছে ৮ পয়সা।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, ২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) সমন্বিতভাবে হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় সমন্বিতভাবে ছিল ১ টাকা ৪৪ পয়সা। অর্থাৎ ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে আগের অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৭ পয়সা।

তাতে ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) সমন্বিতভাবে হয়েছে ২৩ টাকা ০৮ পয়সা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: