রাজশাহীতে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিশেষ আয়োজন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বিশ্বমানের সেবা ও অনুপম ডিজাইনের নিখাদ অলংকার ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিতেই রাজশাহীর গৌরহাঙ্গার থিম উমর প্লাজায় ২০১৯ সালে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম উদ্বোধন করা হয়েছিল।
রাজশাহীবাসীর ভালোবাসা ও অনুপ্রেরণায় থিম ওমর প্লাজায় ডায়মন্ড ওয়ার্ল্ড এর শোরুমটি চতুর্থ বর্ষে পদার্পণ করবে আগামী ২২ ফেব্রুয়ারী।
আর এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে স্বাস্থ্য বিধি মেনে থিম ওমর প্লাজায় আজ (২২ ফেব্রুয়ারী থেকে ২৫ ফেব্রুয়ারী/ ২০২ পর্যন্ত একটি জুয়োলারী মেলার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
মেলা উপলক্ষ্যে আইএসও সার্টিফাইড গহনা প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি দিচ্ছে সকল ডায়মন্ড জুয়েলারী এর উপর ২৫% ডিসকাউন্ট, গোল্ড জুয়েলারীর মজুরীর উপর ৫০% ডিসকাউন্ট এবং প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আর এই অফারটি শুধুমাত্র রাজশাহী শোরুমের জন্য প্রযোজ্য।
এছাড়াও অনলাইনে সমগ্র দেশের গ্রাহকরা পাবেন ফ্লাট ১০% ডিসকাউন্ট, ফ্রি হোম ডেলিভারি ও ইএমআই সুবিধা। অনলাইনে কেনাকাটা করতে হলে ভিজিট করতে হবে www.diamondworldltd.com লিংকে।