যমুনা ইলেক্ট্রনিক্সের নতুন ডিলার শোরুমের শুভ উদ্বোধন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সম্প্রতি এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী যমুনার পণ্য ছড়িয়ে দিতে শুভ উদ্বোধন হয়ে গেল ঐতিহ্যে ঘেরা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নাগর বন্দরে যমুনা ইলেক্ট্রনিক্সের নতুন ডিলার শোরুম আয়েশা ইলেক্ট্রনিক্স।
শুভ উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের আকৃষ্ট করতে যমুনা ইলেকট্রনিক্সের সকল ফ্রিজ ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যে ১২% পর্যন্ত ডিসকাউন্ট চলবে পুরো মাস ব্যাপী। এছাড়া বিভিন্ন মডেলের এসিতে থাকছে ২০% পর্যন্ত নগদ মূল্য ছাড়। আরও থাকছে ৬ মাসের নগদ মূল্যে কিস্তি সুবিধা।
উক্ত অনুষ্ঠানে মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম , ব্র্যান্ড ম্যানেজার শরিফ আব্দুল্লাহ, ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ হাসিফুর রহমান, এরিয়া ম্যানেজার প্রশান্ত ধর, আয়েশা ইলেকট্রনিক্স এর স্বত্তাধিকারী মোঃ সুমন শেখ,শিবগঞ্জ থানা যুবলীগের সভাপতি মোঃ সাত্তার, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ, শিবগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা এবং স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ শামিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শোরুমটি উদ্বোধন করেন।
মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম বলেন, ক্রেতাদের আকৃষ্ট করতে যমুনা সব সময় পণ্যের মান এবং নতুন অফার নিয়ে কাজ করে যাচ্ছে। সামনের দিনে আরও নতুন ও আকর্ষণীয় ফিচার নিয়ে পণ্য বাজারজাত করতে যাচ্ছে যমুনা ইলেকট্রনিক্স। আয়েশা ইলেকট্রনিক্স সেই ধারাবাহিকতায় যমুনা ইলেকট্রনিক্স এর নিত্য নতুন পণ্য পৌঁছে দিবে ক্রেতাদের কাছে।
শোরুমটি উদ্বোধনের প্রথম দিনেই ক্রেতাদের ভিড় ছিল দেখার মতো এবং ৫ টি ভিন্ন মডেলের ফ্রিজ ও একটি এলইডি টিভি বিক্রির মধ্য দিয়ে বিক্রয় কার্যক্রম শুরু হয়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।