শিরোনাম

South east bank ad

৯ম বারের মতো সিআইপি সম্মাননা পেলেন মহিউদ্দিন মোনেম

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান এবং আবদুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, এএসএম মহিউদ্দিন মোনেম ২০১৮ সালে দেশের রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে ৯ম বারের মতো সিআইপি সম্মাননা পেয়েছেন।

দেশের শীর্ষস্থানীয় বিজনেস প্রসেস আউটসোর্সিং কোম্পানি হওয়ায়, সার্ভিস ইঞ্জিন লিমিটেড এর বিদেশে বিভিন্ন স্থানে সার্ভিস সেন্টার রয়েছে।

বর্তমানে, ১০০০ এর বেশি দক্ষ তরুণ পেশাজীবী এই সংস্থায় দক্ষতার সাথে কাজ করছেন এবং দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

মোনেম বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদানের জন্য একাধিকবার রাষ্ট্রপতি পুরস্কার এবং পরপর ছয়বার জাতীয় রপ্তানি ট্রফিতে ভূষিত হয়েছেন। তিনি ২০১৩ সাল থেকে টানা আটবার সেরা করদাতার স্বীকৃতিও পেয়েছেন।

তিনি গত বছর শিল্প মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’-সম্মানে ভূষিত হন। মোনেম প্রখ্যাত শিল্পপতি মরহুম আব্দুল মোনেমের কনিষ্ঠ পুত্র। তিনি একাধারে বাংলাদেশে চেক প্রজাতন্ত্রের অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: