ত্রিশালে বসুন্ধরার কম্বল পেল মাদরাসার শিক্ষার্থীরা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ময়মনসিংহের ত্রিশালে বসুন্ধরা গ্রুপের কম্বল পেল উপজেলার চিকনা গ্রামের আশেকী দারুল উলম মাদরাসার শিক্ষার্থীরা।
বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘের উদ্যোগে সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে এসব কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মো. মোখলেছুর রহমান সবুজ।
এসময় উপস্থিত ছিলেন- ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক এইচএম জোবায়ের হোসেন, মতিউর রহমান সেলিম, সংবাদপত্র এজেন্ট কামাল হোসেন প্রমুখ।
এ সময় কম্বল পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই শীতে কেউ কম্বল দেয়নি। বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ। পরে তারা কোরআন তেলাওয়াত করে বসুন্ধরা গ্রুপের জন্য প্রার্থনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শুভ সংঘের উপদেষ্টা ও কালের কন্ঠ ত্রিশাল প্রতিনিধি মোস্তাফিজুর রহমান নোমান।