অনলাইনভিত্তিক ফ্যাশন হাউস ব্লুচিজ-এর পথ চলা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
যাত্রা শুরু করেছে অনলাইনভিত্তিক ফ্যাশন হাউস ব্লুচিজ (https://blucheey.com.bd)। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ঢাকার ইমপেটাস লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) প্রেসিডেন্ট ফারুক হাসান কেক কেটে ব্লুচিজের পথ চলার শুভ সূচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ কামরুজ্জামান ও সহ-প্রতিষ্ঠাতা সিমিন জামান। ক্রেতাদের চাহিদা ও অভিনব ডিজাইনের কথা মাথায় রেখে ব্লুচিজের অনলাইন স্টোরে রয়েছে অপূর্ব পোশাকের সমাহার।
১৮ থেকে ৩৫ বছর বয়সী কর্মজীবী নারী-পুরুষ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে-মেয়ে ও ফ্যাশন সচেতন নারী-পুরুষ, যারা ব্যস্ততার জন্য মার্কেটে ভিড় জমাতে পারেন না, তারা বিভিন্ন পেমেন্ট পদ্ধতির যেকোনো একটি বেছে নিয়ে নিজেদের পছন্দের পণ্য সংগ্রহ করে নিতে পারেন ব্লুচিজ থেকে।
ব্লুচিজে ছেলেদের জন্য রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, পায়জামা, সোয়েটার, হুডি, জ্যাকেট এবং ডেনিম জিনস ও ক্যাসুয়াল প্যান্ট। মেয়েদের জন্য রয়েছে কুর্তি, টপস্, চিনো প্যান্ট, ডেনিম জিনস ও ক্যাসুয়াল প্যান্ট। এছাড়া নিত্যনতুন আরও পণ্য সংগ্রহ তালিকায় রয়েছে।
/জেটএন/