ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেল বিজিএমইএ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেল বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। ওয়ার্কার্স ডাটাবেইজ তৈরির জন্য এই পুরস্কার পেয়েছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারদের এই সংগঠন।
রোববার (১২ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের হাতে এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পোশাক শ্রমিকদের জন্য বায়োমেট্রিক আইডেনটিটি অ্যান্ড ওয়ার্কাস ইনফরমেশন সিস্টেম তৈরি করেছে সংগঠনটি। এই তথ্যভান্ডারে শ্রমিকদের আঙুলের ছাপসহ তাদের পরিচয়, রক্তের গ্রুপ, কর্মসংস্থান ইত্যাদি নানা তথ্য রয়েছে। বর্তমানে বিজিএমইএর সদস্যভুক্ত আড়াই হাজার কারখানার ৪০ লাখেরও বেশি কর্মীর জন্য প্রতিদিন এই সফটওয়্যারটি ব্যবহার করা হচ্ছে।
এ পুরস্কার প্রাপ্তির বিষয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, 'পোশাক শিল্পে শ্রমশক্তির সঠিক, পরিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য তথ্যভান্ডার থাকার প্রয়োজনীতা অনুধাবন করে বিজিএমএই ওয়ার্কার্স ডাটাবেইজ তৈরি করেছে। এই ডিজিটাল তথ্যভান্ডার ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১ বাস্তবায়নে অবদান রাখার পাশাপাশি শিল্পে শ্রমিকদের কল্যাণের নীতি প্রণয়নের কাজে সরকারকে সহায়তা করেছে।'
উল্লেখ্য, এ পুরস্কার পাওয়ার আগে সম্প্রতি ২৫তম ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজিতে বিশেষ সম্মাননা পায় বিজিএমইএ।