শিরোনাম

South east bank ad

তিন গুণ বাড়বে এফডিআই : বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সালমান এফ রহমান

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) তিন গুণ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেছেন, সরকারের বিভিন্ন পদক্ষেপে আগামী বছর দুয়েকের মধ্যে এফডিআইয়ের আকারে এই বড় পরিবর্তন আসবে।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শ্যাফারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, পুঁজিবাজারের উন্নয়নসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: