শিরোনাম

South east bank ad

পেট্রোবাংলার চেয়ারম্যান পদে নাজমুল আহসান’র যোগদান

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মো. নাজমুল আহসান যোগদান করেছেন। সোমবার (৬ ডিসেম্বর) তিনি যোগদান করেন।

এর আগে নাজমুল আহসান পেট্রোবাংলায় পরিচালক (প্রশাসন) পদে দায়িত্ব পালন করেন। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব ছিলেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।

নাজমুল আহসান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচে ১৯৯৪ সালের ২৫ এপ্রিল যোগদান করেন। তিনি খুলনা ও সাতক্ষীরার জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সরকারের বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: