শিরোনাম

South east bank ad

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সৃজনশীলতার ভূমিকায় পরব্রিটিশ কাউন্সিলের গুরুত্বারোপ

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সাংস্কৃতিক সম্পর্ক ও শিক্ষার সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্রিটিশ কাউন্সিল যুক্তরাজ্যের একটি আন্তর্জাতিক সংস্থা। ১ থেকে ১২ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ২৬) প্রতিষ্ঠানটি এর জলবায়ু পরিবর্তনে সৃজনশীল সমাধান খুঁজে পেতে বিশ্বজুড়ে মানুষকে সহায়তা প্রদানকারী ক্লাইমেট কানেকশন প্রোগ্রামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে ধরছে।

ব্রিটিশ কাউন্সিলক প২৬ ব্লু জোন প্যাভিলিয়ন থেকে জলবায়ু পরিবর্তনের জরুরি পরিস্থিতি মোকাবিলায়শিক্ষা ও সাংস্কৃতিক নীতির ভূমিকা সম্পর্কিত আলোচনায় সম্পৃক্ত হয়েছে।

ক্লাইমেট কানেকশন প্রোগ্রামটি চলতি বছরের জুনে চালু হয়েছে। এ প্রোগ্রাম ১১ থেকে ৩৫ বছরবয়সী তরুণদের ওপরবিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম ও আয়োজনের বৈশ্বিক প্রোগ্রামের মাধ্যমে জলবায়ুপরিবর্তনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় শিল্প ও সংস্কৃতি, শিক্ষা এবং ইংরেজি ভাষার মাধ্যমে মানুষকে একত্রিত করে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্রিটিশ কাউন্সিলের ভূমিকা তুলে ধরে এর প্রধান নির্বাহী স্কট ম্যাক ডোনাল্ড বলেন, 'ভবিষ্যত জলবায়ু পরিবর্তন নীতি গঠনে তরুণদের বিশাল ভূমিকা রয়েছে। কপ২৬ সহ সকল স্থানে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় তাদের মতামতকে অন্তর্ভুক্ত করতে ব্রিটিশ কাউন্সিল প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ক্লাইমেট কানেকশন প্রোগ্রামের মতো উদ্যোগের মাধ্যমে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিসরেই তিবাচক পরিবর্তন আনতে তাদের প্রয়োজনীয় দক্ষতা, অভিজ্ঞতা ও কানেকশন অর্জনে সহায়তা করারজন্য আমরা যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের গড়ে তুলছি। যুক্তরাজ্যের সাথে অন্যান্য দেশ, সম্প্রদায় ও প্রজন্মের সংযোগ স্থাপন ও আস্থা তৈরি এবং এটি বাস্তবায়নে বিশ্বব্যাপী তরুণদের ক্ষমতায়ন করাই ব্রিটিশ কাউন্সিলের মূল লক্ষ্য।'

কপ২৬ চলাকালে ব্রিটিশ কাউন্সিল বেশকয়েকটি পার্টনার-লেডইভেন্ট আয়োজনে সহযোগিতা করছে। একই সাথে সংস্থাটি বিশ্বব্যাপী আগ্রহীদের জন্য অনলাইনে ওনানা প্রোগ্রাম আয়োজন করেছে। যার মধ্যে রয়েছে যেসব ইংরেজি শিক্ষকতাদের শিক্ষা পদ্ধতিতে জলবায়ু বিষয়কে অন্তর্ভুক্ত করতেচায়, তাদের জন্য ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (এমওওসি), ইউনিভার্সিটি অব এডিন বার্গের সাথে অংশীদারিত্বে কপ২৬ এম ও ও সিনিয়েলাইভ আয়োজন এবং ক্লাইমেট ইনোভেশন চ্যালেঞ্জ কম্পিটিশনের আরেকটি সংস্করণ ডেস্টিনেশন জিরো’রউদ্বোধন।

৩ নভেম্বর বাংলাদেশ প্যাভিলিয়নে ব্রিটিশ কাউন্সিল প্রকাশ (চজঙকঅঝ) টিম তুলে ধরে যে, স্থানীয়ভাবে পরিচালিত বিভিন্ন উদ্যোগ সঠিক পদ্ধতিতে পরিচালনা করলে তা জাতীয় ও বৈশ্বিক পর্যায়ের নীতিসমূহ কার্যকরীভাবে মানুষকে জানানো যেতে পারে, যা জলবায়ু সংরক্ষণে ইতিবাচক ভাবে ফলপ্রসূ হবে।

এ অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, এমপি, শামীম পাটোয়ারী, এমপিএবং প্রকাশ (চজঙকঅঝ) এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পরের দিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাদের ‘মিনিমাইজিং লস অ্যান্ডড্যামেজ অব ইন্টারনাল ডিসপে¬সমেন্ট ইন বাংলাদেশ’শীর্ষক দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল উন্মোচন করে। এটিপ্রকাশ (চজঙকঅঝ) টিমের সার্বিক সহায়তায় তৈরি করা হয়েছে। উক্ত অধিবেশনে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান, এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসিন এবং পিআরও কেএএস’র প্রতিনিধিগণ।

ব্রিটিশ কাউন্সিলের অন্যান্য উদ্যোগের মধ্যে আছে বাংলাদেশের ফিল্ম ‘দ্যাসল্ট ইন আওয়ার ওয়াটারস’, ও ‘এ বেটারটুমরো’ প্রতিযোগিতার কিছুছবি প্রদর্শনী, শিল্প, বিজ্ঞান ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিষয়ে জানার জন্য ক্রিয়েটিভ কমিশন,একটি গ্রিনক্যারিয়ার গাইড, যা শিক্ষার সুযোগ ও গ্রিন চাকরি পেতে পরামর্শ প্রদান করে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে বৈশ্বিক ঐতিহ্য রক্ষার জন্য তহবিল গঠন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: