প্রথমবারের মতো মায়েদের জন্য বীকন ফার্মাসিউটিক্যালসের স্তন সচেতনতা প্রোগ্রাম
সম্প্রতি বীকন ফার্মাসিউটিক্যালসের করপোরেট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মায়েদের নিয়ে প্রথমবারের মতো ‘সচেতনতা ও স্ক্রিনিং প্রোগ্রাম’ শীর্ষক স্তন ক্যান্সার সচেতনতামূলক আলোচনা সভা এবং স্ক্রিনিং প্রোগ্রামের আয়োজন করা হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে বীকনের কর্মকর্তারা তাদের মায়েদের অফিসে নিয়ে আসেন। উক্ত অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক ডা. আলীয়া শাহনাজ।
এ অনুষ্ঠানে বীকন ফার্মাসিউটিক্যালসের এমডি মোহাম্মদ এবাদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।