রিসডা-বাংলাদেশের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের শিক্ষা সমাপনী সনদ বিতরণ
রিসোর্স ইন্টিগ্রেশন অ্যান্ড সোস্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (রিসডা-বাংলাদেশ) অঙ্গপ্রতিষ্ঠান রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজির (আরআইটি) উদ্যোগে অর্থ মন্ত্রণালয়ের এসইআইপি-বিএসিআই প্রকল্প ও নেদারল্যান্ডসভিত্তিক টেরে-ডেস-হোমসের আর্থিক সহায়তায় দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ট্রেডে ১৫০ জন কারিগরি প্রশিক্ষণার্থীর শিক্ষা সমাপনী সনদ গতকাল শনিবার বিতরণ করা হয়।
রিসডা বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. আজহারুল ইসলাম।