বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বিআইসিএমের সেমিনারের উদ্বোধন
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে সম্প্রতি এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম। ‘এক্সপ্যানডিং দি ইনভেস্টমেন্ট হরাইজন: গ্রিন বন্ড অ্যান্ড সুকুক’ শীর্ষক এ সেমিনারের উদ্বোধন করেন ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার। বিআইসিএমের ডেপুটি রেজিস্ট্রার আসিফ ইমরান এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএমের প্রভাষক সাগিরা সুলতানা প্রভাতী। অনুষ্ঠানে আরেকটি প্রবন্ধ উপস্থাপনা করেন ইনস্টিটিউটের প্রভাষক এসএম কালবীন ছালিমা। সেমিনারে উপস্থিত অতিথিদের প্রশ্নোত্তর পর্ব শেষে বিআইসিএমের পরিচালক (স্টাডিজ) ওয়াজিদ হাসান শাহ্ এ আয়োজনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে সেমিনারটির সমাপ্তি ঘোষণা করেন।