আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের ২০তম সমাবর্তন অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ২০তম সমাবর্তন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি ও এআইইউবির আচার্য মো. আবদুল হামিদের সম্মতিক্রমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথির ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এতে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচই রবার্ট চ্যাটার্টন ডিকসন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ড. হাসানুল আবেদীন হাসান এবং উপাচার্য ড. কারমেন জেড লামাগনা।