তেজগাঁওয়ের প্রধান কার্যালয়ে আইএফআইএলের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) পরিচালনা পর্ষদের ২৯১তম সভা সম্প্রতি তেজগাঁওয়ে অবস্থিত প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসএম বখতিয়ার আলমের সভাপতিত্বে সভায় বেশকিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়।
উক্ত সভায় অন্যদের মধ্যে পর্ষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম হায়দার, অডিট কমিটির চেয়ারম্যান কায়সার এ চৌধুরী, পরিচালক মোস্তানসের বিল্যাহ, একেএম সাখাওয়াত, স্বতন্ত্র পরিচালক মো. জাহিদুর রহমান এবং আইএফআইএলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মারুফ মনসুর উপস্থিত ছিলেন।