বিশ্ব লাং দিবস উপলক্ষে চ্যাব ও বাবিপের যৌথ সেমিনার অনুষ্ঠিত
বিশ্ব লাং দিবস উপলক্ষে গতকাল ২৫ সেপ্টেম্বর শনিবার দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (চ্যাব) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ব্রঙ্কোলজি অ্যান্ড ইন্টারভেনশনাল পালমোনোলজি (বাবিপ)-এর যৌথ উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে ‘পার্সপেক্টিভ অব লাং ডিজিজ ইন দি এরা অব কভিড-১৯’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. গৌতম সেন। এতে সভাপতিত্ব করেন চ্যাব সভাপতি ও বাবিপ চেয়ারম্যান অধ্যাপক ডা. মির্জা মোহাম্মদ হিরণ। এ সময় বক্তব্য রাখেন বাবিপ মহাসচিব ডা. মো. সাইদুল ইসলাম, চ্যাব মহাসচিব, ডা. মো. আবু রায়হান প্রমুখ।
অনুষ্ঠিত সেমিনারটির সার্বিক সহযোগিতায় ছিল বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।