বিসিবিএলের ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পেইন অনুষ্ঠিত
ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের (বিসিবিএল) আয়োজনে সম্প্রতি অপরাজিতো এনাব্লার লিমিটেডের সৌজন্যে দুই দিনব্যাপী ফ্রি হেলথ চেকআপ ও মেডিকেল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও এম রিয়াজুল করিম এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের জিএম খন্দকার মোর্শেদ মিল্লাত।
রশীদ-উন-নবীর উপস্থাপনায় অনুষ্ঠানে আরও ছিলেন বিসিবিএল সভাপতি আবু জাফর সামসুদ্দিন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রাশেদ আকতার, অপরাজিতো এনাব্লার লিমিটেডের পক্ষে বিদ্যুৎ কুমার বসু প্রমুখ।