রাজধানীতে আরও একটি আউটলেট চালু করছে পুমা
রাজধানীর বনানীর পর এবার ধানমন্ডি-২৭-এ চালু হচ্ছে জার্মান ব্র্যান্ড পুমার আরও একটি আউটলেট। পুমা ২০১৪ সালে স্লোগান পরিবর্তন করে ‘ফরেভার ফাস্টার’স্লোগানকে সঙ্গে নিয়ে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত স্পোর্টস ব্র্যান্ড হয়ে উঠছে।
বাংলাদেশে ২০১৯ সালের এপ্রিলে বনানী রোড ১১-তে চালু করে তাদের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর। বাংলাদেশের মানুষকে একবারে আসল ইন্টারন্যাশনাল স্পোর্টসওয়্যার ব্র্যান্ডের অভিজ্ঞতা দিতেই ডিবিএল গ্রুপ বাংলাদেশে পুমার ফ্র্যাঞ্চাইজি পার্টনার হিসেবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় ডিবিএল শিগগিরিই ধানমন্ডি ২৭-এ পুমার আরও একটি আউটলেট খুলতে চলেছে।
এ প্রসঙ্গে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ জব্বার বলেন, আমরা ধানমন্ডির সেরা লোকেশনে বাংলাদেশে পুমা ব্র্যান্ডের আরেকটি স্টোর খুলতে যাচ্ছি। তবে এটাই শেষ নয়, বরং শুরু। আমি আশাবাদী এ আইকনিক ফ্ল্যাগশিপ স্টোরের মাধ্যমে ধানমন্ডির গ্রাহকদের আমরা পুমার সেরা প্রডাক্টগুলোর সেরা অভিজ্ঞতাটা দিতে পারব।