বাংলাদেশে যৌথ উদ্যোগে ‘ক্যাশ-ই’ চালু করতে যাচ্ছে টিএসএলসি অ্যালায়েন্স
ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ‘দ্য সোস্যাল লোন কোম্পানি’ (টিএসএলসি) এবং অ্যালায়েন্স হোল্ডিংসের যৌথ উদ্যোগে দেশে যাত্রা শুরু করতে যাচ্ছে ক্যাশ-ই। ডিজিটাল ক্রেডিট সলিউশন প্লাটফর্ম ক্যাশ-ই বাংলাদেশের মধ্যবিত্তদের সাশ্রয়ী, সহজলভ্য ও ব্যতিক্রমধর্মী ঋণ সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য ঋণ প্রদানকারী সংস্থার সঙ্গে মিলে ক্যাশ-ই বাংলাদেশি গ্রাহকদের প্রযুক্তিভিত্তিক আর্থিক সহায়তা দিতে কাজ করবে, যার মধ্যে থাকবে ঋণ সুবিধা, আবেদনের অনুমোদন, নথিপত্র, বিতরণমূলক কার্যক্রম ইত্যাদি এবং এন্ড-টু-এন্ড এসব সেবা সুবিধা পাওয়া যাবে একটি প্লাটফর্মেই।
এআই-এমএলভিত্তিক এ প্লাটফর্মে দ্রুততম সময়ের মধ্যে ১৫ হাজার থেকে ৫০ হাজার টাকার স্বল্পমেয়াদি ব্যক্তিগত ঋণ পাওয়া যাবে এবং পরিশোধের সময় থাকবে দুই থেকে ১২ মাস পর্যন্ত।