সওজ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি : চার দফা দাবিতে ১ ঘণ্টা অতিরিক্ত দায়িত্ব পালন
চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার ১২ সেপ্টেম্বর নির্ধারিত সময়ের ১ ঘণ্টা বেশি দায়িত্ব পালন করেন সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা। অতিরিক্ত দায়িত্ব পালনের কর্মসূচি বাস্তবায়নে তারা বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যান।
গণমাধ্যমে প্রেরিত সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি সৈয়দ মুন্তাসীর হাফিজ ও সাধারণ সম্পাদক মো. মমিনুল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে সংগঠনটি।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিপ্লোমা প্রকৌশলীদের ইতিবাচক আন্দোলন সংগ্রামকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় অবিলম্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাসের আত্মঘাতী উদ্যোগ থেকে সরে আসবে।
সংগঠনটির দাবি, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তিতে বর্ধিত ইনক্রিমেন্ট, ৫০ শতাংশ পদোন্নতি, জনকল্যাণকর অর্গানোগ্রাম প্রণয়ন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালার বিতর্কিত সংজ্ঞা ও বিভিন্ন ধারা-উপধারা সংশোধনপূর্বক গেজেট প্রকাশ, পলিটেকনিক শিক্ষায় বিরাজমান সমস্যাদি সমাধান এবং বেসরকারি খাতে ডিপ্লোমা প্রকৌশলীদের সম্মানজনক বেতন ও পদবি নির্ধারণ করার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।