আনোয়ার গ্রুপের চেয়ারম্যান হলেন মনোয়ার হোসেন
দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নতুন চেয়ারম্যান হলেন মনোয়ার হোসেন।
মনোয়ার হোসেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রয়াত চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মধুমতি ব্যাংকের পরিচালক।
দেশের ব্যবসায়ী গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। আনোয়ার গ্রুপ এখন বস্ত্র, পাট, সিমেন্ট, ইস্পাত, ব্যাংক, বিমা, গাড়ি, আবাসন, অবকাঠামো, আসবাবসহ ৩৬টি পণ্য ও সেবা খাতের ব্যবসার সঙ্গে যুক্ত। গ্রুপটির অধীনে কোম্পানি রয়েছে ২০টি। ১৪০০০ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন এ গ্রুপে।
আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠান বাংলাদেশ ফিন্যান্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও আনোয়ার গ্যালভানাইজিং স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানি।
উল্লেখ্য, বিজনেস লিডারশিপ বিভাগে গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ার ২০১৮ অ্যাওয়ার্ড পেয়েছেন মানোয়ার হোসেন।