বিটিএমএ ও উজবেক টেক্সটাইল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের চুক্তি সই
উজবেকিস্তানে বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতিদের বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে সম্প্রতি এক সমঝোতা চুক্তি সই করা হয়েছে। উজবেকিস্তান সফররত বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি মোহাম্মদ আলী খোকন ও উজবেকিস্তান টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান খাইদারভ ইলখোম উটকুরোভিচ এ সমঝোতা চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতিরা উজবেকিস্তানে শিল্প-কারখানা প্রতিষ্ঠার জন্য বিনা মূল্যে জমি অধিগ্রহণের সুযোগ ও নামমাত্র মূল্যে বিদ্যুৎ, পানিসহ যাবতীয় সেবা পাবেন।
ওই চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানসহ উজবেকিস্তান সফররত বাংলাদেশি কর্মকর্তা, ব্যবসায়ী এবং উজবেকিস্তানের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা।